সাধন মন্ডল,

আজ অষ্টম বর্ষ বিশ্ব যোগ দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে স্কুলডাঙ্গাস্থিত কার্য্যালয়ের দ্বিতলের হলঘরে বিশ্ব যোগ দিবস পালিত হয়। সাধারণ যোগ‌ বিধি মেনে প্রার্থনা ধ্যান যোগাসন কপালভাতি প্রাণায়াম সংকল্প ও শান্তি পাঠের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল অষ্টম বর্ষ বিশ্ব যোগ দিবস।সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ । সাধারণ সম্পাদক রবীন মন্ডল স্বাগত ভাষণ দেন।রোগ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক সন্তোষ ভট্টাচার্য ও ডাঃ অমিতাভ চট্টরাজ । ডাক্তার অমিতাভ ও বাবু প্রসঙ্গে বলেন আমাদের ভারতীয় সংস্কৃতি প্রাচীন মুনি ঋষিদের কাছ থেকে পাওয়াযোগ ব্যায়াম ।যোগ করলে সুস্থ থাকা যায় তা সকলেই জানেন বর্তমান দিনে তা হলেও আমরা অনেকটা অলসতার কারণে যোগ চর্চা থেকে বিরত থেকে যাচ্ছি একথা ঠিক যদি নিয়মিত যোগ অভ্যাস থাকে তাহলে তাকে ওষুধ সেবন করতে হবে না। তাই একদিন নয় নিয়মিত ভাবে প্রতিদিন যোগ অভ্যাস করা দরকার।সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের যোগ শিক্ষিকা মন্দিরা সিনহা।

Leave a Reply