Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়াতে ভলিবল প্রতিযোগিতা
বাঁকুড়া দু নম্বর ব্লকের বিকনা সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনায় সার্বজনীন দুর্গা মেলা প্রাঙ্গণে জেলা জেলার বাইরে ও অন্য রাজ্য থেকে আসা মোট আটটি দলকে নিয়ে নকআউট দিবা রাত্রি ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল রবিবার. আয়োজক ক্লাবের সম্পাদক রাজকুমার বাগদি বলেন আমাদের এই খেলাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা ছিল। প্রথম সেমিফাইনাল খেলাতে পিকু সুপার সিক্স কে হারিয়ে ফাইনালে পৌঁছায় বিকনা সুপার সিক্স. দ্বিতীয় সেমিফাইনাল খেলাতে সর্বমঙ্গলা বোর ওয়েল ভলিবল টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছায় আরামবাগের আমোদপুর নেতাজী সংঘ. চূড়ান্ত পর্বের খেলায় বিকনা সুপার সিক্স ভলিবল টিম ২৫~১৫ ও ২৫~১৯ সেটে আরামবাগের আমোদপুর নেতাজী সংঘকে হারিয়ে জয়লাভ করলো. আয়োজকদের তরফে জানানো হয় এই প্রতিযোগিতায় বেস্ট ডিফেন্স নির্বাচিত হন আমোদপুর দলের কৃষ্ণ পন্ডিত. বেস্ট মেসার নির্বাচিত হন বিকনা দলের সমীর পন্ডিত.বেস্ট লিফটার নির্বাচিত হন বিকনা দলের রিন্টু ব্যানার্জি. ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন বিকনা দলের সবারি রাজন. গেম সেক্রেটারি অনিরুদ্ধ সিংহ ঠাকুর জানান ফাইনালে জয়ী দলকে নগদ ১০হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. ফাইনালে পরাজিত দলকে নগদ ৮হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. এছাড়া ফাইনালের দুই দলকে দুই সেট জার্সি দেওয়া হয়. আয়োজকরা জানান উদ্বোধনী প্রদর্শনী খেলাতে মহিলা ভলিবল দল পুরুষ ভলিবল দলের সাথে অংশগ্রহণ করেন. রেফারির ভূমিকায় ছিলেন বিবেক সাহানা ও প্রদীপ মণ্ডল। এদিনের এই রাত্রিকালীন ভলিবল প্রতিযোগিতা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এবং তারা আনন্দ উপভোগ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *