সাধন মন্ডল,

সাধারণতন্ত্র দিবসে দুস্থদের কম্বল দান সাধারণতন্ত্র দিবস উদযাপন ।
আজ ২৬শে জানুয়ারী ভারতের ৭৩তম সাধারণতন্ত্র দিবস এম পি বিড়লা সিমেন্ট এর উদ্যোগে ও মন্ডল হার্ডয়ার, কেশরা‌র ব্যবস্থাপনায় দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো । অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ‌অধ্যাপক ডঃ অরবিন্দ চট্টোপাধ্যায়, প্রাক্তন জেলা খাদি বোর্ডের আধিকারিক দীপক ঘোষ,‌সাংবাদিক রবীন মন্ডল, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সহ সভাপতি মথুর চন্দ্র মই ,জুনবেদিয়াগ্ৰাম পঞ্চায়েত প্রধান সুদর্শন গোস্বামী , মন্ডল হার্ডয়েরর ফাল্গুনী মন্ডল ,এম পি বিড়লার তীর্থঙ্কর ঘোষ ও হরিদাস রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন এলাকার দুঃস্থ মানুষের হাতে ৫০টি কম্বল ও ৩০ জনের হাতে চাদর তুলে দেওয়া হয়। ফাল্গুনী মন্ডল অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ।

Leave a Reply