বাঁকুড়া জেলা পুলিশের আরেকটি সাফল্য,

:—সাধন মন্ডল বাঁকুড়া:–বাঁকুড়া থানার গোবিন্দ নগর বাস স্ট্যান্ড থেকে গত 17.01.24 তারিখে দুপুরবেলা গোবিন্দনগর নিবাসী শ্রী জয়দেব দত্তের মোটরসাইকেল চুরি হয়ে যায়। সেই মর্মে একটি চুরির মামলাও রুজু হয়। বাঁকুড়া থানার পুলিশ তদন্তে নেমে গত 05.02.2024 তারিখে আসামিকে এরেস্ট করে এবং আসামি রিমান্ডে থাকাকালীন তার কাছ থেকে মামলাকারী জয়দেব বাবুর চুরি হয়ে যাওয়া মোটরবাইকটি উদ্ধার হয় বলে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply