বাঁকুড়া জেলা পুলিশের আরো একটি সাফল্য
:———-সাধন মণ্ডল বাঁকুড়া:————-
বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায় গত দু-তিন মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় একের পর এক মোটরসাইকেল চুরি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে রুজু হয় স্পেসিফিক কেস । অবশেষে বাঁকুড়া ও ওন্দা থানার টিম গতকাল মিলিতভাবে রতনপুর ও পুনিশোল এলাকায় রেড করে উদ্ধার করেছে 6 টি চুরি হওয়া মোটরসাইকেল। ঘটনায় এখনো অব্দি গ্রেপ্তার হয়েছেন দুজন। এখানে উল্লেখ্য জেলার বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনা ঘটেছে। জেলা পুলিশ তা রুখতে কোমর বেঁধে নেমেছে।সাফল্যও মিলছে। জেলাবাসি এজন্য বাঁকুড়া জেলা পুলিশ কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন। এখানে উল্লেখ্য এখানে উল্লেখ্য উল্লেখ্য সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশ পাঁচ শতাধিক চুরিযাওয়া মোবাইল ফোন উদ্ধার করে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন।