Spread the love

বসিরহাট এলাকার ইফতার সামগ্রী ও বস্ত্রাদী তুলে দেওয়া হয় ফারহাদের নেতৃত্বে

বিশেষ প্রতিবেদন, বসিরহাট,
সমাজের সর্বস্তরের মানুষের সেবায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা তথা সমগ্র দেশে যেভাবে কর্ম ক্রিয়া করে চলেছে তা বিশ্ববাসীর নজর কেড়েছে। তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে,দলীয় কোঅর্ডিনেটর তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র জনাব ফিরহাদ হাকিমের, পৃষ্ঠপোষকতায় এবং সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদে’র নেতৃত্বে পুরো রাজ্যজুড়ে বছরভর শিক্ষা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি সমাজের সর্বস্তরে কাজ করতে দেখা যায়। উল্লেখ্য আম্ফান কিংবা ইয়াস যেকোনো প্রাকৃতিক ঘূর্ণিঝড় কিংবা অতি মারি করোনাকালে মানুষের পাশে থেকে নিয়মিত খাদ্য সরবরাহ করার পাশাপাশি ঔষধ,বস্ত্রাদি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুরো রাজ্যজুড়ে মানুষের কাছে পৌছে দিতে দেখা গেছে সংগঠনের কর্তাব্যক্তিদের। পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের উঃ চব্বিশ পরগনার বসিরহাট ইউনিটের পক্ষ থেকে রবিবার মুরারিশা আমিনিয়া মাদ্রাসায় কয়েকশো মানুষের হাতে বস্ত্রসামগ্রী ও ইফতারি দ্রব্য তুলে দেওয়ার পাশাপাশি অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক, সংগঠনের রাজ্য সভাপতি ও কর্মাধ্যক্ষ উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ বলেন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব,কর্তব্য। সেই কাজ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মুখ্য নির্দেশক তথা রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম ও উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বলিষ্ঠ সভাপতি তথা বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ দলীয় নির্দেশে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স এসোসিয়েশনের সকল নেতৃত্ব যেভাবে বছরভর প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়।পাশাপাশি তিনি বলেন শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষিকার বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি পঠন পাঠন ও মাদরাসা শিক্ষার উন্নয়নে এই সংগঠন যে ভাবে কাজ করছে তা সর্বস্তরে আলোচিত বিষয়। সেই লক্ষ্যেই পবিত্র রমজান মাস উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের হাতে বস্ত্রসামগ্রী ও খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। তিনি বলেন যারা আজ এখানে উপস্থিত হয়ে বস্ত্রসহ ইফতারি দ্রব্য গ্রহণ করছে তাদের জন্য এই সফলতা আমাদের কাছে চির ভাস্বর হয়ে থাকবে। সবাইকে আহবান করে বলেন ধর্ম বর্ণ বিচার না করে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য হবে যা জাতি তথা দেশ গঠনে সুদুরপ্রসারী হয়ে উঠবে। বসিরহাট এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজী আব্দুর রসিদ আবেগঘন কণ্ঠে বলেন এই ধরনের সামাজিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করে বলেন আগামী দিনে ফারহাদ সাহেবের নেতৃত্বে আরও ভালো কাজ হয়ে থাকবে এই এলাকায়।
অনুষ্ঠানে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোঃ রফিকুল ইসলাম মন্ডল তাঁর বক্তব্যে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারহাদ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন এতসুন্দর অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। সংগঠনের কার্যকরী সভাপতি নূরুল হক বৈদ্য বলেন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব সেই কাজই ফারহাদ সাহেবের নেতৃত্বে পুরো রাজ্যজুড়ে সংগঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে মনে করেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ তুষার মন্ডল, ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী,হাসনাবাদ থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ,প্রফেসর তৌসিফ ইকবাল,ডঃ আব্দুর রহিম, বলিষ্ঠ সংগঠক সওকাত হোসেন পিয়াদা,মাদ্রাসার সম্পাদক আব্দুর রসিদ মোল্লা, বসিরহাট পৌরসভার পৌর প্রতিনিধি ইয়াকুব আলী,ফরিদা খাতুন, শিক্ষক মমতাজুল হক বৈদ্য,শর্মিষ্টা ভদ্র, গৌরাঙ্গ বাউলিয়া, মোজাফ্ফর হোসেন, জিয়াউল আলম, সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *