বসন্তোৎসবে ক্ষুদেদের সাথে জেলা সভাধিপতি

সেখ রাজু , মঙ্গলকোট,
মঙ্গলবার দোল পূর্ণিমায় রঙের হোলিতে ছোটদের সঙ্গে রং খেলায় মাতোয়ারা হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । বাচ্চাদের সঙ্গে রং খেলা ও মিষ্টি বিতরণে অংশগ্রহণ করেন তিনি । দোল এক সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যম । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় তাদের মধ্যে দূরত্বকে সরিয়ে একই ছাদের তলায় আনন্দের রঙে মেতে ওঠেন । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রামের বাসিন্দা জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার হোলির দিনে বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন । দৈনন্দিন জীবনের ক্রীয়া কর্ম থেকে বেরিয়ে এসে এক শৈশবের আনন্দে মাতলেন তিনি । ছোটদের ছোট্ট গালে রং মাখানোর পাশাপাশি তাদেরকে মিষ্টি উপহার দেন । দোল পূর্ণিমা উপলক্ষে এদিন ধর্মীয় নাম সংকীর্তন এর আয়োজন করা হয় । পাশাপাশি পূর্ণাথীদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়ে থাকে ।
জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, -” সমগ্র জেলাবাসীকে দোলের শুভেচ্ছা জানায় । সকলের জীবন আনন্দে কাটুক, খুশিতে কাটুক । আগামী দিন সকলের জীবন বর্ণময় হয়ে উঠুক এই কামনা করি” ।

Leave a Reply