সঞ্জয় হাল্দার,

পুরুলিয়া জেলার বলরামপুর ব্লক ও বলরামপুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় বলরামপুর কলেজ ময়দানে ৮ম বর্ষ জঙ্গলমহল উৎসবের শুভ সুচনা করলেন জেলার মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া,উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন মন্ত্রী শান্তি রাম মাহাত, জেলাশাসক রাহুল মজুমদার মহাশয় ও অন্যান্য নেতৃত্ব আধিকারিক বৃন্দ।

Leave a Reply