বর্ষবরণে বর্ণময় বিধান শিশু উদ্যান 

গোপাল দেবনাথ


প্রতি বছরের প্রথম দিনটি কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ‍্যানে অসংখ্য  মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।আজ অর্থাৎ ২০২২ সালের প্রথম দিনটি বিধান শিশু উদ‍্যানে কচিকাঁচাদের নিয়ে বাবা মায়েরা এসেছিলেন। ছিলেন সারাদিন।অনেকেই বাড়ি থেকে রান্না করা খাবার এনেছিলেন। প্রায় সবাই সামাজিক দূরত্ব মেনে আনন্দ করেছেন।বিধান শিশু উদ‍্যানে আজ থেকে নতুনভাবে তৈরী হওয়া রোলার স্কেটিং ট্রাকে ছাত্রছাত্রীরা অভ‍্যাস শুরু করল। রাজ‍্যে রোলার স্কেটিং এর সবচাইতে বড় ট্রাকটি বিধান শিশু উদ‍্যানে তৈরী হয়েছে।সবাইকে বিধান শিশু উদ‍্যানের তরফ থেকে নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।

Leave a Reply