মোল্লা জসিমউদ্দিন টিপু,
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বাসিন্দাদের কলকাতার পরই বর্ধমান সদর হাসপাতাল হলো সরকারি চিকিৎসার সেরা ঠিকানা। তাই দিনমজুর থেকে বিত্তশালী পরিবারবর্গ চিকিৎসার জন্য ছুটে আসেন এই হাসপাতালে। দু টাকার ডাক্তার দেখানোর টিকিট কাটার লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, এরপর সেই টিকিট এন্ট্রি করিয়ে ডাক্তারবাবুদের সরাসরি দেখানোর সুযোগ মেলে।আর এই ভীড়ের মাঝেই পকেটমার বিশেষত মোবাইল চোরদের দৌরাত্ম দেখা যায়।যদিও হাসপাতালে বর্ধমান সদর থানার এক ক্যাম্প রয়েছে আইনশৃঙ্খলা দেখার জন্য।মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের মোস্তাফা সেখ সপরিবারে চিকিৎসা করাতে গিয়েছিল গত ২৭ আগস্ট সকাল বেলায়। ওইদিনই বেলা এগারো টা নাগাদ ডাক্তার দেখানোর লাইনে এক পকেটমার তার মোবাইল ফোন টি চুরি করে নেয়।বিষয়টি বর্ধমান সদর থানায় জিডি ( নাম্বার ৩১২৩ তারিখ ২৭/০৮/২১) করে সে। পুলিশের তরফে যথাযথ তদন্তের আশ্বাস পাওয়া গেলেও দেড় মাস পেরিয়ে গেলেও সেই মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।এই ধরনের অভিজ্ঞতা শুধু মঙ্গলকোট শিমুলিয়ার মোস্তাফা সেখের নয় আরও অনেকেরই রয়েছে। কেউ থানার ডিউটি অফিসার অবধি পৌঁছায়, আবার অনেকেই থানার অনেক আগেই থমকে যায়।বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।