২৬ সেপ্টেম্বর, সেখ সামসুদ্দিনঃ যাত্রা শব্দটা শুনলেই যেন মঞ্চে বেজে ওঠে ক্ল্যারিওনেট।আলো আঁধারির মঞ্চে কুশীলবদের চরিত্র হয়ে ওঠা।এলাকার পর এলাকা ভেঙে লোকের যাত্রা দেখতে আসা। যাত্রা শিল্পের সেদিন আর নেই। গত কয়েক দশকে ধীরে ধীরে শুকিয়ে গেছে অ্যামেচার যাত্রার সমৃদ্ধ ধারাটিও। অ্যামেচার যাত্রা দক্ষিণবঙ্গের এক গৌরব। সেই হৃত গৌরব ফিরিয়ে আনতে বর্ধমান শহরে অনুষ্ঠিত হচ্ছে অ্যামেচার যাত্রা উৎসব। যাত্রা শিল্পের দুই কিংবদন্তী শম্ভু বাগ ও রাখাল সিংহের নামে উৎসর্গ করা হয়েছে এই যাত্রা উৎসব।
শনিবার দুদিনের অ্যামেচার যাত্রা উৎসবের উদ্বোধন হল শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। বর্ধমান ওয়েভ আয়োজিত যাত্রা উৎসবের উদ্বোধন করেন যাত্রা সম্রাট রাখাল সিংহের স্ত্রী তথা যাত্রা শিল্পী গৌরী সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, রাজ্য একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়।বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক, বিধায়ক নিশীথ মালিক, জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক কুশল চক্রবর্তী, ওয়েভের উপদেষ্টা শান্তনু কোনার। প্রথমদিন শিল্পী সমন্বয় দলের ‘প্রতীক্ষা একটু ভালবাসার’ আর দ্বিতীয়দিন নবনাট্যা আন্দোলন গ্রুপের ‘ মেঘলা আকাশ’ পালাদুটি পরিবেশন করা হচ্ছে।