গাছ সাইকেল পরিবেশ,
তিনে হোক মননিবেশ ;
চলতে থাকুক বইপড়া,
পদ্য গদ্য আর ছড়া !

সেখ সামসুদ্দিনঃ এইবারের ৪৪ তম বর্ধমান বইমেলার ৮৫ নং স্টলে থাকছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ও বর্ধমান সাইক্লিং ক্লাব। অনান্যবারের মত এইবারেও নতুনত্ব, বই গাছ যেমন কিনতে পারেন তেমন পেতে পারেন বিনামূল্যেও। আজ থেকে বিগত দিনে পোস্ট করা সাইক্লিং বা বৃক্ষরোপণের ছবি রিপোস্ট বা শেয়ার করলেই পেতে পারেন ফ্রি তে গাছ বা বই প্রতিদিন। সব থেকে বেশী সোশ্যাল মিডিয়াতে আউটরিচ হওয়া ব্যাক্তিরাই এই সুযোগ পাবেন। রিপোস্ট বা শেয়ারের সময় শুধু #GCP3C #GoGreen এটা লিখতেই হবে। পরিবেশকে আরো সবুজ আরো সচেতন করার কাজে যারা নিয়োজিত তেমন মানুষজনকে আরো উৎসাহী করতেই এমন উদ্যোগ। সাথে সাথে আগের বারের মত ৫কেজি প্লাস্টিক বা থার্মোকল বর্জ্য আনলেই পাবেন ১টি বই বা গাছ। মেলার এই স্টলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয়শিক্ষক গাছ মাস্টার অরুপ চৌধুরী। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply