বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে জেলা সম্মেলন
সেখ রাজু ,
সমগ্র বাংলা জুড়ে বর্তমান পরিস্থিতির বিমুখ প্রলোভনে পা না দিয়ে দ্বীনি শিক্ষা ও শান্তির বার্তা সকলের মধ্যে পৌঁছাতে বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে জেলা সম্মেলনের আয়োজন করা হয় । প্রতি পাঁচ বছর অন্তর জেলা সম্মেলনকে সামনে রেখে প্রতিটি ব্লকের সকল সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন । রবিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মঙ্গলকোট মোড় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । জেলা জমঈয়তে আহলে হাদিস একটি দ্বীনি সংগঠন । আল্লাহ ও তাঁর রসূলের সুন্নতকে মানুষের কাছে তুলে ধরাটাই সংগঠনের মূল লক্ষ্য । মুসলিম সমাজকে বিপথ থেকে ফিরিয়ে নিয়ে এসে দ্বীন ইসলামের আলোকে আলোকিত করতে তৎপর সংগঠনের সদস্যরা । ইসলাম বহির্ভূত কালচারের সমাজ যখন জর্জরিত, যুবসমাজ অপসংস্কৃতির কাছে নত, দ্বীন থেকে বিপথগামী মুসলিম সমাজ, কোরআন ও হাদিসকে সরিয়ে রেখে বর্তমান জীবন ধারণের অভ্যস্ত তখন সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে এই সংগঠনের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ । জেলা সম্মেলন থেকে জোরদার দাবি উঠল ওয়াকফ বিল বিষয়ক সমগ্র মুসলিম সমাজের বিরোধিতা করা উচিত এবং এই বিরোধিতা শান্তিপূর্ণ ও আইন মেনে করলে উদ্দেশ্য সফলতা পাবে । অশান্তি, জোর জুলুম এবং আইনকে হাতে নিয়ে বিরোধিতা করা অনুপযুক্ত ।
দ্বীনি আলোচনা সভায় গৌরবময় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিস-এর জেলা অভিভাবক মৌলনা আব্দুর রব, জেলা সভাপতি ওবাইদুল্লাহ রায়হান বুখারী, সম্পাদক মহম্মদ শাহাজামান, সদস্য শেখ নুরুল ইসলাম, আব্দুর রহমান মল্লিক সহ প্রমুখরা ।