সেখ সামসুদ্দিন, ৩১ ডিসেম্বরঃ বর্ধমান সদর সাউথ সাব-ডিভিশন মাস্টার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২১ উদযাপিত হয়। মেমারি ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকট মামা ভাগ্নে ব্যাডমিন্টন একাডেমি মাঠে এই প্রতিযোগিতা করা হয়। বর্ধমান সদর দক্ষিণ মহকুমার মেমারি ১ ও ২, জামালপুর, রায়না ১ ও ২ এবং খন্ডঘোষ নিয়ে এই ছয়টি ব্লকের ব্লকের ৩২টি টিম অংশগ্রহণ করে। চল্লিশোর্ধ খেলোয়াড়রা ডাবলসে খেলবেন বলে জানান বর্ধমান সদর সাব ডিভিশন ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক ডাঃ অরিন্দম ঘোষ, চারজন রেজিস্টার্ড আম্পায়ারকে নিয়ে রেফারি পুষ্পেন্দু সামন্ত খেলাটি পরিচালনা করেন এদিন এই খেলার উদ্বোধন করেন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষদস্তিদার, পুর প্রশাসক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, নিমো ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মাঝি, সুহাস নাথ (কোচ এনআইএস) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত খেলায় অভিজিৎ রায় ও সঞ্জয় অধিকরী জুটি ১৫-২১, ২১-১৮, ২৫-২৩ পয়েন্টে হাড্ডাহাড্ডি লড়াই করে জগবন্ধু চেল ও সুজিত তা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিজিৎ রায়।