Spread the love

বর্ধমানে প্রকাশিত হলো ‘সোনালী স্বপ্ন স্রোত’
সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যা

নীহারিকা মুখার্জ্জী

 বাহ্যিক আড়ম্বর বা হল উপচে পড়া ভিড় হয়তো ছিলনা, কিন্তু ছিল চোখে পড়ার মত আন্তরিকতা এবং সেটাকেই পাথেয় করে তৃতীয় বারের জন্য সাহিত্য সম্মেলনের আয়োজন করল বর্ধমানের 'সোনালী স্বপ্ন স্রোত' সাহিত্য পত্রিকা গোষ্ঠী। সাহিত্যকে ভালবেসে আটপৌরে গৃহবধূ সামিনা এই পত্রিকা গোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং তিনিই পত্রিকাটির সম্পাদিকা। 

 একগুচ্ছ কবি-সাহিত্যিকের উপস্থিতিতে ২৭ শে নভেম্বর বর্ধমান শহরের সুপরিচিত উদয়চাঁদ লাইব্রেরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পঁচিশ জন কবি-সাহিত্যিকের সৃষ্টি সমৃদ্ধ সংশ্লিষ্ট গোষ্ঠীর তৃতীয় বর্ষের শারদীয় সংখ্যা প্রকাশিত হয়। এছাড়াও সামিনা খাতুন সম্পাদিত এবং প্রায় কুড়ি জন কবির সৃষ্টি সমৃদ্ধ কাব্য সংকলন 'জয়ী' দিনের আলোর মুখ দেখে। 

  এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরিচালন সমিতির সদস্য-সদস্যরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পত্রিকার সম্পাদিকা সামিনা খাতুন, মধুমিতা মুখার্জ্জী ও তাসনীম তরফদার। এছাড়া সামিনা দুটি লোকগীতি ও তাসনীম একটা সুন্দর রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য সংক্রান্ত আলোচনা - সব মিলিয়ে এক সময় অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের কপালে চন্দনের টিপ পড়িয়ে ও গলায় উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় মেমেণ্টো। সোনালী স্বপ্ন স্রোত কাব্য প্রতিভা পুরস্কার তুলে দেওয়া হয় কবি       

মধুমিতা মুখোপাধ‍্যায়, সামিনা খাতুন ও তাসনীম তরফদারের হাতে এবং সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য শিখর পুরস্কার দেওয়া হয় ২২ জন কবিকে। সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রায় তিন ঘণ্টার এই মনোজ্ঞ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তাসনীম তরফদার।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সঞ্জয় মুখোপাধ্যায়, মধুমিতা মুখার্জ্জী, স্বপন কুমার চট্টোপাধ্যায়, রুমা মণ্ডল, পল্লব কুমার চট্টোপাধ্যায়, সাংবাদিক অমরজিৎ মণ্ডল ও বিশিষ্ট সাংবাদিক জ্যোতি প্রকাশ মুখার্জ্জী সহ বেশ কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব। আমন্ত্রিত ছিলেন আরও অনেকেই। কিন্তু যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ইচ্ছে থাকলেও বেশ কয়েকজন উপস্থিত থাকতে পারেননি। তবে পত্রিকা গোষ্ঠীর আশা আগামী দিনের অনুষ্ঠানে তাদের পাশে পাবেন।

  সম্পাদিকা সামিনা খাতুন বললেন - আমার লক্ষ্য আগামী দিনে পত্রিকাটিকে আরও উন্নত করা। এরজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *