বরাহনগর নির্যাতন কান্ডে সিআইডি চেয়ে মামলা  হাইকোর্টে 

মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্টে বরাহনগর নাবালিকা নির্যাতন মামলায় সিআইডি তদন্ত চেয়ে মামলা দাখিল করলো নির্যাতিতার পরিবার।চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা আছে বলে জানা গেছে। কলকাতা হাইকোর্টে মামলাকারী পরিবারের দাবি – ‘পক্সো আইনে মামলা করেনি স্থানীয় থানার পুলিশ। মেডিকেল পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়নি নির্যাতিতার পরিবারের হাতে।ধর্ষণের ধারা দেওয়া হয়নি।শুধুমাত্র অপহরণ এবং জোরপূর্বক আটক ধারা দেওয়া হয়েছে’।  আরও দাবি যে, ধর্ষণ করে পাচার করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের।উল্লেখ্য  গত ১৪ আগস্ট মধরাতে ১২ বছর বয়সী এক নাবালিকা কে প্রতিবেশী কয়েকজন যুবক অন্যত্রে নিয়ে গিয়ে ধর্ষণ করে থাকে।বরাহনগর পুলিশ নির্যাতিতা কে মালঞ্চ থেকে উদ্ধার করে আনে।সেইসাথে প্রীতম পাল এবং বাবলু মন্ডল নামে দুজন কে গ্রেপ্তার করে থাকে। তবে পক্সো আইনে মামলা রুজু করা হয়নি, মেডিকেল পরীক্ষায় রিপোর্ট দেওয়া হয়নি। সেইসাথে ধর্ষণের ধারা যুক্ত করেনি বরাহনগর থানার পুলিশ বলে দাবি নির্যাতিতার পরিবারের। পুলিশি নিস্ক্রিয়তা দাবি কে সামনে রেখে সিআইডি তদন্ত চেয়ে মামলা দাখিল করলো নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টে।

Leave a Reply