পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এর সহযোগিতা বরানগরের ম বিধায়ক শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি উদ্যোগে এবং বরানগর ক্লাব সমন্বয়ের ব্যবস্থাপনা এক সাংবাদিক সম্মেলনে আগামী ২৭ জুলাই থেকে বরানগর এর সমস্ত ক্লাব প্রতিষ্ঠানকে পাঁচটি করে গাছ দেওয়া হবে এবং তাদেরকে তখনই পুরস্কৃত করা হবে যদি এই গাছগুলো সুন্দরভাবে এবং সুযত্ন করে বড় করলে আগামী দিনে পুরস্কৃত করা হবে বলে জানান বিধায়ক শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি | বরানগর পৌরসভায় এ কথা জানান | উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি ও আধিকারিক বিন্দ | নাম তরুস্তুতি অর্থাৎ বরানগর কে সবুজে সবুজ ভরিয়ে তুলতে একটি নতুন উদ্যোগ।| ছবি সুবল সাহা |

Leave a Reply