একদিবাসীয় চিত্রপ্রদর্শনি কর্মশালা অনুষ্ঠিত হয়ে।গেল বরাকরের ডিসেরগর ক্লাব হাউসে
কাজল মিত্র : ফোটোগ্রাফি হল এখন সকলের অন্যতম পছন্দের বিষয়।এ শহরের বুকে এমন অনেকেই আছেন যাঁরা ছবির ব্যাপারে ভীষণ প্যাশনেট ।মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত থেকে কারোর সৌন্দর্য্য সবটাই নিজেদের লেন্স বন্দি করে নেওয়াই এদের পেশা ও নেশাও বটে।আর এমনই এই পেশার ও নেশার মানুষকে একত্রিত করে একদিনের মেগা ফটোগ্রাফি ওয়ার্কশপ এর আয়োজন করা হল পশ্চিম বর্ধমান ফটোগ্রাফার এসোসিয়েশনের পক্ষ থেকে ।
বুধবার ডিসেরগর ক্লাব হাউসে এই একদিবাসীয় ওয়ার্কশপ এর আয়োজিত হয় যেখানে আসানসোল সহ বাঁকুড়া পুরুলিয়া ,ঝাড়খন্ড, রানীগঞ্জ দুর্গাপুর, চিত্তরঞ্জন , রূপনারায়নপুর এলাকার প্রায় দুই শতাধিক ফটোগ্রাফার এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন
যেখানে ভিডিও ফটোগ্রাফি, weddings Photography, Model Photography সহ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেখানো হয় প্রশিক্ষণ প্রাপ্ত মেন্টার দ্বারা ।যাদের মধ্যে
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত অতিথিদের মধ্যে অলইন্ডিয়া ফটোগ্রাফার এসোসিয়েশনের সহসভাপতি
বাপী ঘোষাল,অনুপ গুহা, অনিন্দ বাসু, নূর আলম , রাজীব চন্দ্র,এবং মিলন দত্ত সকলে মিলে একত্রিত হয়ে ফিতাকেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
এদিন হাতেকলমে ছবি তোলার খুঁটিনাটি শেখানোর জন্যেই এই ওয়ার্কশপের আয়োজন।
এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মানব চক্রবর্তী সভাপতি
(WBPWA),অভিজিৎ ব্যানার্জি সম্পাদক(WBPWA) পশ্চিম বর্ধমান ফটোগ্রাফার এসোসিয়েশন এর সভাপতি
অরূপ রজক,সম্পাদক সর্বজিত সিংহ,কোষাধ্যক্ষ চন্দন দাস,সহ আরো অনেকে ।