খায়রুল আনাম

বীরভূম : সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর সার্বিক উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব ধরনের ব্যবস্থাপনার কথা বলছেন তখন, মুখ্যমন্ত্রীর ভাবনার সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে হাসপাতালের দরজাই বন্ধ থাকলো নানুরের খুজুটিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। খুজুটিপাড়া নানুরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এখানে স্কুল, কলেজ, নওয়ানগর-কড্ডা গ্রাম পঞ্চায়েত অফিস যেমন রয়েছে তেমনি রবিবার ও বুধবার এখানে হাটও বসে। এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আশপাশের কুড়িটির বেশি গ্রামের মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা নেন। কিন্তু নজিরবিহীনভাবে রবিবার খুজুটিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ থাকার ফলে বহু মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। নানুরের বিডিও সন্দীপ সিংহরায় বিষয়টি জানতে পেরে নিজেই বিস্মিত হয়েছেন। তিনি সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন।

Leave a Reply