বনভোজনের আশে


দিলীপ কুমার বিশ্বাস

অনেক স্বপ্ন তোমায় ঘিরে,
যাবো দুজনে নদীর তীরে,
বনভোজনের আশে!
শপথ নিয়ে কাটবো কিরে,
বলবো কথা একটু ধীরে,
আসলে কেউ পাশে।
সাজিয়ে দিতে তোমার পাতে,
রান্না করবো নিজের হাতে,
যতটা মনে আছে!
টান ধরলে হাঁটুর বাতে,
থাকবো বসে একটু কাতে,
কেউনা বোঝে পাছে।
পাতে পড়লে দই কাতলা,
নেবে না আর ডাল পাতলা,
হাত বাড়িয়ে খুঁজে!
রবেনা আর কোন জটলা,
আনন্দে মন হবে উতলা,
রান্নার স্বাদ বুঝে।
উচ্ছে বেগুন পটল মুলো,
বানিয়ে দেবো সবজি গুলো,
ইচ্ছে স্বাধীন মত!
উড়তে দেখে রাস্তার ধুলো,
কাছে রাখবো বেতের কুলো,
হয়েছে পদ যত।
ভাসিয়ে দিয়ে সুখের ভেলা,
দুজনে বসে করবো খেলা,
বনভোজনে এসে!
কমিয়ে দিয়ে রঙের মেলা,
ঢলে পড়বে দিনের বেলা,
মুখ লুকিয়ে হেসে!
দেখতে পেয়ে পাশের লোকে,
মনের দুঃখে পড়বে শোকে,
মোদের দিকে চেয়ে!
শুকনো গলা ভিজিয়ে ঢোকে,
কাটিয়ে দেবে ফালতু বোকে,

মর্মে আঘাত পেয়ে।

সল্টলেক, বিধান নগর, কলকাতা:৭০০১০৬.

Leave a Reply