Spread the love

বতর্মান

মনোজ মিশ্র

সুখের অশ্রু নদী শুকিয়েছে
হারিয়েছে লাজ লজ্জা প্রেম
ভোরের কাকলি,
হারিয়েছে সোনার বরণী কন্যা
আবেগ আকূলী।
বহতা জীবন নদী
দুকূল ভাঙনে অস্থির –
আতঙ্কে এনেছে মারি বন্যা
দহনে জ্বলছে যুগ কন্যা
উলঙ্গ শ্মশানে অপমানে
নাই কোন মানুষ সুস্থির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *