বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ তম জেলা সম্মেলন

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ১০ই ডিসেম্বর রবিবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ তম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রামপুরহাট শহরের বিদ্যাসাগর টেক্সট বুক লাইব্রেরি এন্ড ফ্রি কোচিং সেন্টারে। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক আনন্দবরণ হান্ডা। সম্মেলন থেকে পার্থসারথী মুখার্জী কে সভাপতি ও ফরিদা ইয়াসমিনকে সম্পাদিকা করে ২৮ জনের জেলা কমিটি গঠন করা হয়। সম্পাদকীয় প্রতিবেদনে জেলায় ২৭১ টি প্রাইমারি স্কুল সহ মোট ৩২১ টি স্কুল ও রাজ্যে ৮২০৭ টি স্কুল তুলে দেওয়ার ফরমান বাতিল সহ জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ বাতিলের দাবি তোলা হয় এদিনের সম্মেলন সভা থেকে। শিক্ষা,শিক্ষার্থী ও শিক্ষকের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দীর্ঘ ৫৩ বছরের আন্দোলনের যে ধারা তাকে বজায় রাখতে এবং আন্দোলন কে সুদৃঢ় করতে সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন শিক্ষক সমাজকে দল মত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৪-২৫ ডিসেম্বরে নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ বার্ষিক সভাকে সর্বতোভাবে সফল করার জন্যেও আহ্বান করেন।

Leave a Reply