বঙ্গশ্রী সম্মান পাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন ২৪ আগস্ট সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা মঞ্চে বং সিনেমাটিক সংস্থার তরফে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।উক্ত সভায় বেশ কয়েকজন বঙ্গশ্রী সম্মান পাচ্ছেন। এদের মধ্যে কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল অন্যতম । উনি কাজ করে চলেছেন সামাজিক ভাবে এগিয়ে চলার পথে দক্ষতার সাথে তার কাজ তিনি করে চলছেন । শুধু আইনি দিকে শুধু নয় সামাজিক কাজে তিনি যুক্ত ও তিনি কাজ করে চলেছেন। আইনি সাহায্য ও পরামর্শে তিনি সব সময় নিজেকে অঙ্গীকার বদ্ধ রেখেছেন ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । টানা ১৬ বছর উকালতি করছেন। এর পাশাপাশি বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক এর আইনী উপদেষ্টাদের মধ্যে অন্যতম ইনি।

Leave a Reply