শুভ ঘোষ,
তিনদিনের বঙ্গবাসী কলেজ-সোশালে এবার তারকার মেলা
দুটো বছরের করোনাকাল পেরিয়ে আবার ছন্দে ফিরেছে জীবন। সেই ছন্দেই বঙ্গবাসী কলেজ নিয়ে আসতে চলেছে তাদের ঐতিহ্যের কলেজ-সোশাল। এবার তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকার মেলা। কলেজের তিন বিভাগের জন্য তিন দিন, তিন অনুষ্ঠান। নজরুল মঞ্চে যার শুরু আগামী ৫ মে। প্রথম দিন অর্থাৎ ৫ তারিখ দুপুর ১টা থেকে দর্শন রাভাল, সায়ন্তনী আর তন্ময়। এর পর ১০ মে দুপুর ১২ টা থেকে বঙ্গবাসী ডে কলেজের মেগা শো- অভিজিৎ-অনন্যা চক্রবর্তী। ১২ মে কলেজের সান্ধ্য বিভাগের অনুষ্ঠানে পাওয়া যাবে বাংলা ব্যান্ড ফসিলসকে। তার সঙ্গে সুজয় ভৌমিক এবং শৈরিন্দ্রী দাশগুপ্তকে। তিনদিনের এই অনুষ্ঠানকে প্রতি বছরের মতো এক সুতোয় বেঁধেছেন বঙ্গবাসী কলেজের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল দাস এবং কলেজের একাডেমিক কমিটির সদস্য দিলীপ বিশ্বাস। আর এই মেগা ইভেন্টের রূপায়নে কৌশিক ইভেন্টস। বিগত কুড়ি বছর ধরে এই বঙ্গবাসী কলেজের সঙ্গে ওতপ্রোত জুড়ে আছেন ইভেন্টের কর্ণধার কৌশিক ঘোষ।