বগটুই কান্ডে জামিন খারিজ আনারুলের
মোল্লা জসিমউদ্দিন,
সোমবার কলকাতা হাইকোর্টেও খারিজ হয়ে গেল বগটুই মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা আনারুল হোসেনের জামিনের আবেদন। এদিন তাঁর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।সোমবার আদালতে আনারুলের আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, -‘ঘটনার দিন আনারুল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ওই সময় হাসপাতালে উপস্থিতির প্রমাণ হিসেবে সিসি টিভি ফুটেজ রয়েছে’। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, -‘ বগটুই হত্যাকান্ডের মূল অভিযুক্ত আনারুল শেখ। তাঁর নির্দেশেই পুরো ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজকে নিজের সুবিধার জন্য হাতিয়ার করা হচ্ছে’। একই সঙ্গে এদিন সিবিআইয়ের আইনজীবী জানান, -‘এই মামলায় ৯ জন অভিযুক্তের মধ্যে এখনও ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে’।শুধু তাই নয়, সিবিআই এদিন আদালতে জানায় -‘এই ঘটনায় মোট ১৫০ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। বাকি রয়েছেন ১২৪ জন’। সিবিআইয়ের দাবি এদের মধ্যে ৬ জন প্রত্যক্ষদর্শী ছিলেন। যাদের মধ্যে ৩ জনকে হস্টাইল করে রাখা হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর এদিন আদালত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।