বই পড়ি সমাজ গড়ি
সেখ সামসুদ্দিন ও অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া, ৩০ মার্চঃ এক মহান মানুষের কর্ম ও স্মৃতিকে আঁকড়ে রাখার অনন্য প্রয়াস “বই পড়ি সমাজ গড়ি”।
এই বার্তাকে সামনে রেখে গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার হাটগাছার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু মনের প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে সারাদিন ব্যাপী এক অনন্য প্রয়াস উদযাপিত হয়।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন যাবৎ ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ এলাকাবাসী সবাইয়ের কাছেই মোবাইল, নেটওয়ার্ক, টিভি এই সমস্ত বিষয়ের প্রতি আসক্তি কমাতে বিদ্যালয় ও সমাজ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ আসছে। কিন্তু আজকের কর্মসূচি তাঁদের দীর্ঘ দিনের সেই প্রয়াসকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়। বিদ্যালয়ের শিশুদের মনের, প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র বসুর অনুগামী স্বাধীনতা সংগ্রামী সমরেন্দ্র নাথ ঘোষের স্মৃতিতে গড়ে তোলা হলো “সমরেন্দ্র নাথ ঘোষ স্মৃতি পাঠাগার”। এছাড়াও আজকের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিলো – বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সেকাল -একাল ও বিদ্যালয় সন্নিহিত দুই গ্রামের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানবিক মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রাচীন যে সংস্কৃতি তার বিভিন্ন দিক তুলে ধরা এবং বিদ্যালয় ও বিদ্যালয় সন্নিহিত দুই গ্রামের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর সম্পূর্ণ গবেষণা মূলক “অরুণোদয়” স্মরণিকা প্রকাশিত হয়। এই স্মরণিকা বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে লিখেছেন ড. অর্ণব দত্ত এবং সম্পাদনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত।আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয়, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মনে ইতিহাসের ভীতি কাটাতে ও ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে সূচনা করা হয় – “পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা”। আজকের সামগ্রিক কর্মসূচির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন – পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, অধ্যাপক জি কি পাহাড়ী। উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক, শিক্ষক ও লেখক কুন্তল অধিকারী, প্রাক্তন ডব্লু বি সি এস আধিকারিক, বিশিষ্ট সাহিত্যিক দীপক কুমার মৃধা, বিশিষ্ট চিকিৎসক তথা ঔপন্যাসিক ডাঃ সিরাজুল ইসলাম ঢালি, স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দীপক পোড়েল, স্বর্ণ পদক প্রাপ্ত ইতিহাস গবেষক, ‘বঙ্গভূমি’ সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. অর্ণব দত্ত, স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, ‘বঙ্গভূমি’ সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. সহদেব দলুই, বিশিষ্ট চিত্রশিল্পী,’লিটিল আর্ট স্কুল’এর কর্ণধার তন্ময় সাঁতরা, কর্ণধার ও প্রকাশক বর্ণাক্ষর প্রকাশনের অরিজিৎ মিত্র, প্রধান শিক্ষক গুরুপদ সাঁতরা, জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন, জনপ্রতিনিধি রঘুনাথ মান্না। আজকের অনুষ্ঠানে সমাজের আরও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। এই সামগ্ৰীক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় “বঙ্গভূমি” সাহিত্য পত্রিকা।