বইমেলায় সন্ধ্যা প্রকাশন এর স্টলে এক ঝাঁক তারকার উপস্থিতিতে বই উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গল বার আন্তর্জাতিক কলকাতা বইমেলার অষ্টম দিনে সন্ধ্যা প্রকাশনের পক্ষ থেকে এক গুচ্ছ নতুন লেখকদের সাহিত্যের বই প্রকাশিত হলো।এদিন বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাবিদ ও শিক্ষাবিদ পবিত্র সরকার,আইপিএস লেখক নজরুল ইসলাম,সাহিত্যিক নলিনী বেরা,শিশু সাহিত্যিক ও সম্পাদক চুমকি চট্টোপাধ্যায়,কবি সুস্মেলি দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। সন্ধ্যা প্রকাশন এর পক্ষে যে সব কবি লেখকের বই আজ প্রকাশিত হলো,তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বই লেখক তাপস মিশ্রর লেখা দুটি বই ‘ ফারেশা খাতুন ‘ ও “আকাঙ্ক্ষা জেগে আছে”,এছাড়া প্রবীণ নাগরিকদের একাকীত্বের জীবনে কিভাবে হতাশা কাটানো যায় সেই নিয়ে একটি ইংরেজি বই লেখেন ডাক্তার কয়েলি দত্ত ,মিলি ভট্টাচার্যের তারাদের কথা,বিশিষ্ট সাংবাদিক গৌতম ভ্রম্ভ এর লেখা কবিরাজ কথা,সংবাদিক জয়জ্যোতি ঘোষের ক্রিকেট বিষয়ক বই ‘ ‘ নস্টালজিয়া এবং ক্রিকেটীয় রোমান্স ‘ ,এছাড়াও এক আইপিএস পুলিশ কর্তার লেখা একটি জনপ্রিয় বই ‘ ৫ মেশলি ‘ প্রকাশিত হয়। এদিন প্রায় নতুন লেখকদের ২৫ টি বই সন্ধ্যা প্রকাশন থেকে প্রকাশিত হয়। সংস্থার কর্ণধার শংকর দত্ত জানান, তাঁরা সব সময়ই নতুনদের বই প্রকাশ করে তাঁদের পাঠকের সামনে তুলে ধরতে চান। তিনি এও জানান নতুনদের যদি উৎসাহিত না করে কোনো প্রকাশক তবে তাঁদের আর পাঠক চিনবেন না। তাই কয়েকজন হাতে গোনা নামী লেখকদের পাশাপাশি নতুনদেরও আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন।

Leave a Reply