বই প্রকাশ
মৃত্যুঞ্জয় রায়,
৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বোর্ডের পরীক্ষার জন্য এ বছর অনেক আগেই বইমেলা শুরু হয়েছে। এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন।
মেলায় প্রায় এক হাজার স্টল রয়েছে। প্রতি বছরের মত এবারও ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের স্টল (৩৮৬) রয়েছে এই মেলায়। সাংবাদিকতার বই ছাড়াও নানা ধরণের বই পাওয়া যায় এখানে।
কলকাতা বইমেলার দ্বিতীয় দিন ১৯ জানুয়ারি শুক্রবার, ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের স্টলে রীতা মান্নার লেখা ‘অমল কে বলছি’ এবং পম্পা সেন শর্মার ‘মন তুই’ বই দুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন এবং বিশিষ্ট সাংবাদিক ও লেখক শম্ভু সেন। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য, সোমা ব্যানার্জী, শান্তি চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী প্রমুখ।