বং সিনেমাটিক নিবেদিত মিউজিক ভিডিও এলবাম নীলাঞ্জনা অফিসিয়াল ট্রেইলার প্রকাশ পেলো বং সিনেমাটিক এর ইউটুব ডিজিটাল প্লাটফর্ম এ। নবাগত শিল্পী দের পরিচিতি প্রকাশ এ বং সিনেমাটিক এগিয়ে চলেছে তার আঙ্গিকারে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করলেন তার কাজের মাধ্যমে ই মিউসিক ভিডিও এলবাম এ কাজ করতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্য কে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলেও চলচ্চিত্র জগতে তার প্রথম আত্মপ্রকাশ। বিগত দিনে শুধু মিউসিক এলবাম না তার অভিনিত টেলি ফিল্ম “অন্তহীন ” আসতে চলছে । নবাগত শিল্পী দের মধ্যে এই এলবাম এ কাজ করছে নবাগত নরেন চক্রবর্তী । পরিচালনা ও নির্দেশনা পরিচালক বিস্বরূপ সিনহা । মেকআপ আর্টিস হিসাবে কাজ করছেন বুলু গোস্বমি । বিশ্বরুপ সিনহা এর আগেও অনেক কাজ উপহার দিয়েছেন দর্শক দের তিনি বলেন সমাজের নবাগত শিল্পী দের এগিয়ে দিতে আমাদের এই প্রয়াস । তারা সমাজে প্রতিষ্ঠিত হলে আমাদের সংগঠনে স্বার্থগতা ।
খুব তাড়াতড়ি আসতে চলেছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য ভিডিও এলবাম টি সাথে তার অভিনিত টেলি ফিল্ম অন্তহীন।
