বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ও প্রোডাকশন এর আয়োজিত বঙ্গ সন্তান সম্মান আয়োজিত হলো কলকাতায়
মোল্লা জসিমউদ্দিন,
‘বং সিনেমাটিক’ ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজিত ৩ তম বর্ষের বঙ্গ সন্তান সম্মান আয়োজিত হলো কলকাতার সুরেন্দ্র নাথ কলেজ অফ ওমেন এর গীতাঞ্জলি অডিটোরিয়াম এর মঞ্চে। প্রতি বছরের মতো এবছরও নতুন প্রতিভাকে পরিচয় এর আলোয় তুলে ধরলেন তারা । বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে তারা আয়োজন করলেন এদিনকার এই অনুষ্ঠান ।এই মঞ্চে সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়
(সাধারণ সম্পাদক – রবীন্দ্র ভারতী সোসাইটি) মাননীয় সমরেন্দু চক্রবর্তী (মুখ্য আইন প্রশিক্ষক মাননীয় দিলীপ কুমার বিশ্বাস (রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ ডেপুটি সেক্রেটারি) শ্রী অলোক কুমার দাস (সিনিয়ার পি পি – সিটি সেশন কোর্ট)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমীর মজুমদার অর্ভি কর,অর্না চক্রবর্তী , প্রিয়াঙ্কা ভট্টাচার্য ,সোমা দাস ,সৌমিতা দে, দেবজিৎ ব্যানার্জী , অনুপ কুমার সামন্ত , বুলু গোস্বামী প্রভীতি বিশিষ্ট মানুষ জন ।
এই দিন এই মঞ্চে আসন্ন বং সিনেমাটিক এর একটি শর্ট ফিল্ম ও একটি টেলি ফিল্ম এর পোস্টার এর শুভ প্রকাশ হয় । নবাগত শিল্পী দের এগিয়ে দেবার প্রয়াসে বং সিনেমাটিক এগিয়ে চলেছে ।
এদিন সমাজের ২২ জন কে বঙ্গ সন্তান সম্মান প্রদান করা হয় । বিভিন্ন বিভাগে তারা তাদের পরিচয় এর মান সমাজের কাছে উজ্জ্বল করেছেন । তাদের এই দিন এই মঞ্চে সম্মানিত করা হয় । মানব মুখার্জী, ভিশাল খান্না , পুজা মন্ডল , কবিরুল ইসলাম ,দেবযানী চৌধুরী,আদ্যাশক্তি আয়কত, সঙ্গীতা বাসু রায় , শুভদীপ ঘোষ, রাজীব শ্রাবণ, যুথিকা পাণ্ডে, সুজাতা দে, চৈতালি দাস মজুমদার , ড: দীপ্তি মুখার্জী, শিবানী কুন্ডু সাহা, স্বাগতা দাস ,সমীর শীল , ইন্দ্রানী গাঙ্গুলী, প্রণতি সাহা, প্রীতম রায়, কৃষেন্দু সেন, স্নিগ্ধা কর্মকার বিজয়া নাগ।
অজয় ভট্টাচার্য ও হিমেন্দু দাস এই দিন এই মঞ্চে বং সিনেমাটিক এর বঙ্গ শ্রী সন্মান এর সম্মানিত হন । বিশ্বরুপ সিনহা কর্ণধার বলেন -” বং সিনেমাটিক এগিয়ে চলেছে তার লক্ষে তার আঙ্গিকরে সমাজের নবাগত শিল্পী দের পরিচয় তুলে ধরতে সংগঠন সবসময় অঙ্গীকার বদ্ধ থাকবে। আগামী দিনে বং সিনেমাটিক এর বঙ্গ শ্রী সম্মান আসছে সেখানেও আমার আবার নতুন প্রতিভা দের সমাজের সামনে আনবো । আপনারা পাশে থাকুন আমাদের সাথে চলুন”। সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করেন আলিপ্রিয়া দেব , স্বর্ণা গোস্বামী , শীর্ষা দে, সাগর রায় । উপস্থিত ছিলেন বং সন্তান কমিটি সম্পাদক মোল্লা জসিমউদ্দিন মহাশয় , উপস্থিত ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর বুলু গোস্বামী।