বং সিনেমাটিক এর নিবেদিত শর্ট ফিল্ম ” মাঝে মাঝে তব দেখা পাই ” এর কাজ শুরু হলো
পারিজাত মোল্লা
বং সিনেমাটিক প্রোডাকশন হাউস এর নতুন নিবেদন শর্ট ফিল্ম ” মাঝে মাঝে তব দেখা পাই ” এর কাজ শুরু হলো । ভালোবাসার অনুভূতি শর্ট ফিল্ম বেস্ট বেঙ্গালী শর্ট ফিল্ম (তৃতীয় স্থান) গ্লোবাল ইনডিপেনডেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর সাফল্যের পর এবার তাদের তৃতীয় নিবেদন এই শর্ট ফিল্ম। নবাগত শিল্পী দের নিয়ে এগিয়ে চলার প্রয়াসে পরিচালক বিস্বরূপ সিনহা ও তার সহযোদ্ধারা এগিয়ে লক্ষে লক্ষ্যে । একটি ভিন্ন ধারার গল্প উপহার দিতে চলেছেন তিনি এবার এই শর্ট ফিল্ম এর মাধ্যমে। এই ফিল্ম এর নায়িকা (ঈশিতা) চরিত্রে কাজ করছেন নবাগত শিল্পী সৌমিতা দে (রিমি) মডেলিং জগতে কাজ করলেও এবার তার সিনেমা জগৎ তে প্রথম পথ চলার শুরু । নায়ক হিসাবে থাকছেন দেবজিৎ ব্যানার্জী এছাড়া শিল্পী রা থাকছেন অজয় ভট্টাচার্য, সিনজন সরকার , মেকআপ আর্টিস্ট হিসাবে থাকছেন স্বর্ণাস এর কর্ণধার বুলু গোস্বামী ও তার সহযোগী টিম । চিত্র পরিচালক হিসাবে কাজ করছেন রাজা রায়। সহ ফিল্ম পরিচালক বিশ্বজিৎ পাল এই শর্ট ফিল্ম এর নির্দেশনা ও পরিচালনা বিস্বরূপ সিনহা
সমাজের নবাগত শিল্পী দের এগিয়ে দেবার পরিচিতি লক্ষে বং সিনেমাটিক এর প্রয়াস এগিয়ে চলছে তার লক্ষে । বিস্বরূপ সিনহা বলেন নবাগত শিল্পী দের জন্যই এই প্লাটফ্রম যেখানে তাদের সপ্ন পূরণের অঙ্গীকার করছি আমরা । খুব তাড়াতড়ি আগামী 2মাসের মধ্যেই আসতে চলছে বং সিনেমাটিক এর নিবেদিত শর্ট ফিল্ম মাঝে মাঝে তব দেখা পাই।