ফ্রিতে নয়, দুই টাকা অনুদান নিয়ে শীতের কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার,রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সম্পূর্ণ বিনামূল্যে কিম্বা ফ্রিতে কোনো বিতরণ নয় এই চিন্তা ভাবনা নিয়ে দুই টাকা অনুদান নিয়ে শীতের কম্বল বিতরণ করা হয় শনিবার। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব ও প্রচেষ্টা নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শীতের মরসুমে শীত নিবারণে মাত্র ২ টাকা অনুদান নিয়ে গরিব এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণ করল। রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ দুস্থ মানুষদের মধ্যে এই শীতের কম্বল বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন যাঁরা এই শীতের কম্বল নিচ্ছেন তাঁরা দানের কম্বল নিচ্ছেন, এই হীনমন্যতায় যেন না ভোগেন, তাই তাদের প্রত্যেকের কাছে দুই টাকা করে অনুদান হিসেবে নেওয়া হয়। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায়, মহম্মদ শরীফ, শেখ নাজু, সেখ কাবুল, ক্লাব সম্পাদক শেখ আলী, সংস্থার সম্পাদক শেখ তারক সহ অন্যান্যরা।