ফেসবুকে নিউজ ফিডে ‘প্রথম’ ভারতীয় সাধু

পারিজাত মোল্লা,
ইস্কনের এক সাধুর এক পোস্ট সবচেয়ে বেশি মার্কিন নাগরিক দেখেছেন। জানালো ফেসবুক কর্তৃপক্ষ। গৌর গোপাল দাস নামে এক ইস্কন সাধুর পোস্ট দেখেছেন ৮০ লক্ষ মার্কিন নাগরিক। যা ফেসবুকের নিউজ ফিডে প্রথম স্থান অধিকার করেছে।আমেরিকার মানুষের কাছে প্রেরণা মূলক  পোস্ট এটি।লিখেছিলেন – ‘ আপনার নিজের বাস্তব দেখুন, আপনার দেখা প্রথম তিন শব্দে’। ফেসবুকে নিউজ ফিডে দ্বিতীয় স্থানে রয়েছে গুট্টা নামে এক সঙ্গীত পরিচালক। যার ভিউজ হয়েছে ৬০ লাখ।

Leave a Reply