ফের পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া, পরবর্তী শুনানি ৬ জানুয়ারি
মোল্লা জসিমউদ্দিন ,
কালীঘাটের কাকুর জ্ঞানশূন্য এর পর পেসমেকার সমস্যা প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া ফের পিছিয়ে গেল আদালতে। শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে তাঁকে আদালতে হাজির করানো যায়নি। অভিযুক্তের অনুপস্থিতিতে ফের ধাক্কা খেল চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি। বিচার ভবনের বিচারক জানিয়েছেন, -‘আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে’।এর পাশাপাশি, বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট হাসপাতালের থেকে চেয়েছে বিশেষ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কাকু’ অনেক দিন ধরেই অসুস্থ। প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘদিন। সেখান থেকে আদালতে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালও। গত সোমবার বিশেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সে দিনই সকালে আবার অসুস্থ (জ্ঞানশূন্য) হয়ে পড়লে তড়িঘড়ি ‘কাকু’কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আলিপুরের ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আলিপুরের হাসপাতালটি হৃদ্রোগ সংক্রান্ত চিকিৎসার জন্য পরিচিত।জানা গেছে , আদালতে দাখিল হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, -‘একাধিক শারীরিক পরীক্ষা করা হলেও এই মূহূর্তে কাকুর হৃদরোগজনিত সে রকম কোনও সমস্যা পাওয়া যায়নি’। তাই তাঁকে একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো তাঁকে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই আইসিসিইউতে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ।প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ‘কাকু’। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচার ভবনে ইডির মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩০ ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের। কিন্তু চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। ‘কালীঘাটের কাকু’ অসুস্থ হয়ে পড়ায় তাই আগের দিন চার্জ গঠন হয়নি। গত সোমবারের পর বৃহস্পতিবারও ফের পিছোল চার্জ গঠনের প্রক্রিয়া।আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।