ফের পার্থের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে সিবিআই 

মোল্লা জসিমউদ্দিন, 

রাজ্যের উচ্চ  আদালতে বিপাকের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর জামিনের বিরোধিতা করে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টে  সিবিআই লিখিত রিপোর্ট  জমা দিয়েছে। সূত্রে।প্রকাশ , সিবিআই-র লিখিত বয়ানের জবাবে পাল্টা জবাবি বয়ান জমা দেবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবি।বারবার জামিনের আবেদন করলেও কোনও না কোনও কারণে বারবার ভেস্তে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের  জামিন মামলা। এবার ফের পার্থর জামিনের মামলায় বিরোধিতা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আদালতে জানিয়েছে, -‘পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই মূল মাথা’।অন্যদিকে, এর পাল্টা জবাব দিতে চায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবি। আগামী ২জুলাই মামলার পরবর্তী শুনানি জানিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় গ্রেফতার হওয়ার বাকিরা জামিনে বাইরে রয়েছেন। কিন্তু জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিক নিয়োগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। কিন্তু সিবিআই-র মামলায় মেলেনি জামিন।নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ২০২২ সালে। প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে, তার ছত্রে ছত্রে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলা এখনও চলছে। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১১ জন। তার মধ্যে ইতিমধ্যেই কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। শুধু পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছিল, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’।

Leave a Reply