ফের জাগছে কৃষক আন্দোলন?
খায়রুল আনাম,
কেন্দ্রের তিনটি কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে গত বছর শেষ থেকে শুরু হয়েছিল কৃষক আন্দোলন। যা সর্বভারতীয় স্তরে সাম্প্রতিক সময়কালে বড় আন্দোলন হিসাবে উঠে আসে।তবে মারণ ভাইরাস করোনা আবহে এই আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।কেন্দ্রের এই তিনটি কৃষি বিল বাতিল ঘোষণা করতে হবে দাবি রেখে ফের জাগছে বিজেপি সরকার বিরোধী এই আন্দোলন। রবিবার মুজাফফরনগরে এই বিরাট সভা হয় কৃষক আন্দোলনে যুক্ত নেতা কর্মীদের নিয়ে।যা নিয়ে ফের রাজনৈতিক ময়দানে উঠছে কৃষক আন্দোলন। এই সভায় বিপুল জমায়েত কৃষক আন্দোলনের নেতাদের উজ্জীবিত করেছে এই আন্দোলন কে আরও প্রসারিত করার জন্য বলে জানা গেছে।