ফের চোলাই মদ ও দুটি মোটরসাইকেল সহ ধৃত- ২ জন,লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ফের লোকপুর থানার পুলিশের হাতে আশি লিটার অবৈধ চোলাই মদ,দুটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক।জানা যায় যে,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে এএসআই প্রশান্ত রায়, নয়ন ঘোষ ও সত্যেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে স্থানীয় থানা এলাকার বারাবন জঙ্গল মোড়ের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে টহলদারি শুরু করেন। কিছুক্ষণ পরেই এক যুবক মোটরসাইকেল নিয়ে পীঠে ব্যাগ ঝোলানো অবস্থায় পুলিশের সামনে দিয়ে পার হবার সময় পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই ব্যাগের মধ্যে লুকনো চোলাই মদ বেরিয়ে আসে।মিনিট কয়েক পর আবার এক যুবক উক্ত রাস্তা ধরে মোটরসাইকেল সহ পেছনে বস্তা বাঁধা অবস্থায় পুলিশের সামনে পড়ে।তাকেও তল্লাশি চালিয়ে দেখেন জ্যারিকেন ভর্তি চোলাই মদ।পুলিশ দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে সেই সাথে আশি লিটার চোলাই মদ ও দুটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে।ঘটনাটি সোমবার দুপুরের দিকে।ধৃতদের পরিচয়ে জানা যায় জীবন মন্ডল ওরফে বাউরি দুবরাজপুর থানার মেটেলা গ্রামের এবং অপরজন স্থানীয় থানার বিশালপুর গ্রামের শুভাশিস জমাদার ওরফে মদন। ধৃত দুজনকেই মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর।উল্লেখ্য
বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া সহ অন্যান্য গ্রাম থেকেই বেশিরভাগ চোলাই মদ পাচার করা হচ্ছে লোকপুর থানা এলাকা সহ দুবরাজপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply