ফের কলকাতা হাইকোর্টের দারস্থ ‘সাসপেন্ড’ বিজেপির বিধায়করা

এস.মন্ডল
কলকাতা হাইকোর্টের ফের দারস্থ হলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাত বিধায়ক। এই মামলাটি  করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এদিন হাইকোর্টে  এজি জানান  , -‘শুভেন্দু অধিকারী সহ বাকিরা নতুন করে আবেদন করুন।বিধানসভায় অধ্যক্ষ গ্রহন করবেন এবং বিষয়টি বিধানসভাতেই সমাধান করা হবে’। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে  আগামী ১৭ জুন। তবে স্পিকার  বিমান বন্দ্যোপাধ্যায় জানান, – ‘ আমরা চেয়েছিলাম ওরা মোশন জমা দিক। তাহলে  আমরা আলোচনা করে সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখতাম। তবে এখনও কোনও মোশন জমা পড়েনি’।  সম্প্রতি হইহট্টগোল এর জেরে  বিধানসভা থেকে সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা সহ সাতজন বিধায়ক।এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল -‘  বিধানসভায় কোনও সমস্যা হলে, সেই সমস্যা মেটানোর দায়িত্ব বিধানসভার অধ্যক্ষেরই। বিরোধ মিটিয়ে বিধানসভার আইন অনুযায়ী বিরোধী দলের সদস্যরা সংযত হয়ে যদি নিজেদের দাবি পেশ করেন, তাহলে কোনও সমস্যা হওয়ার কথা নয়’। গত  সোমবার বিধানসভায় সাসপেন্ড হওয়ার বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য মোশন আনা হয়েছিল বিজেপির তরফে। তবে সেই মোশন গৃহীত হয়নি বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, -‘তাতে ভুল ছিল’। এবার এই নিয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা। আগামী ১৭ জুন এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply