ফেরারি মন,

স্মৃতি সাহা

ভোরের প্রথম আলোর গন্ধে ,
ঝাঁপিয়ে পড়ে পাখি,
লুকায় আঁধার ভরদিন বদ্ধ প্রতিশ্রুতি …
মাসেতে ত্রিশ দিন মাকড়শা বুনে যায় জাল,
…..আমার স্বচ্ছ অস্তিত্বে কবিতা অবিরাম,
শব্দের খোঁজ চলে গাই গান…!
অনুভবে হৃদয় দিয়ে …আঁকি তারে,
মনের মতো করে লিখি হৃদয়ে নাম…!
বাকিথাকে ….তবু অনন্ত তৃষ্ণা…
আজন্মের দেখতে চাওয়া আটপৌরে বাসনা,
এ কেমন তুমি…, প্রিয় আমার !!
আমার আঁখি যুগল,স্বপ্ন দেউল
……অষ্টাদশীর এলোচুল ,
বুকটি ঢাকে স্বপ্ন , ভেজায় এ ফেরারি মন!!

Leave a Reply