Spread the love

বাঙালিয়ানায় ড্রামাটিক ফ্যাশন শো ফুলবাগানে, 

মোল্লা জসিমউদ্দিন,
রবিবার সন্ধেবেলায় কলকাতার ফুলবাগান এলাকায় ‘চন্দ্রিমা-র আর আর ফ্যাশন হাব’ এর কর্নধার চন্দ্রিমা বসুর  উদ্যোগে, ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায়  ‘বাঙালিয়ানা’ য় সমৃদ্ধ একটি অভিনব ড্রামাটিক ফ্যাশন শো এর চলে । মঙ্গলপ্রদীপ প্রজজ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করলেন  ‘ছোটবউ’ খ্যাত নায়িকা দেবিকা মুখার্জী, অনিন্দ্য ব্যানার্জী, দেবনাথ চ্যাটার্জী, রাজদীপ সরকার, আনন্দ চৌধুরী, শুভদীপ চক্রবর্ত্তী, রীতি চৌধুরী, নীলাঞ্জনা মজুমদার, ডাঃ অশোক রায়, ডাঃ রোমি রায়, স্বাতী কর, বিপ্লব চক্রবর্তী প্রমূখ শিল্পী ও বিজ্ঞজন । অনুষ্ঠানটির মূল ভাবনা ছিল বাংলার সংস্কৃতি কে তুলে ধরা একটি ড্রামাটিক ফ্যাশন শো এর মাধ্যমে। অভিনেত্রী ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও সুপার মডেল পৌলম সাহা শো স্টপার হিসেবে হাঁটলেন ধুতি পাঞ্জাবি ও লাল সাদা বেনারসী র  সম্পূর্ন বাঙালিয়ানা সাজে। রাইমা বসু, রাহুল হরি, ময়ূরী মেরী দে, অর্পিতা দাস, সুস্মিতা নাগ, মেঘনাদ চ্যাটার্জী, দীপশ্রী সোম, আরুনিতা রায়, শুভেচ্ছা গুঁই, স্বাগতা চট্টোপাধ্যায়, সানন্দা ঘোষ, সুলগ্না বসু, কোমল গুপ্তা,সাগারিক রায়, মালবিকা রায়, পূর্বা দাস, দোলন, দিশানি চৌধুরী, কৃষ্ণেন্দু, সৌরভ দাস প্রমূখ মডেল র আর আর ফ্যাশন হাব এর শাড়ী, সালোয়ার আর জুয়েলারী র অনবদ্য কালেকশন এ সেজে দুর্দান্ত পারফম্যান্স উপস্থাপনা করলো। এই অভিনব অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ ও আর আর ফ্যাশন হাব এর বাংলা ক্যালেন্ডার এর উদ্বোধন করা হলো। সমগ্র ক্যালেন্ডার টি বাংলা  টেলিভিশনের নানান পরিচিত মুখ ও কিছু বিশিষ্ট ডাক্তার দের উজ্জ্বল উপস্থিতি তে আলোকিত রয়েছে । এই অনুষ্ঠান ও ক্যালেন্ডারের আর্টিস্ট কো-অর্ডীনেশন এর দায়িত্বে ছিল সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *