সাধন মন্ডল,

আজ রায়পুর দক্ষিণ চক্রের ফুলকুশমা বোর্ড প্রথমিক বিদ্যালয়ের 76 তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কর্মকার ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ । এই অনুষ্ঠানেঅন্যান্যদের উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক পরীক্ষিৎ কামিল্যা , শিক্ষক বাপ্পাদিত্য মণ্ডল , শিক্ষক অনির্বান দে , শিক্ষক রাধামাধাব মুখার্জি , শিক্ষক জগবন্ধু মণ্ডল এবং গ্রামের সকল অভিভাক অভিভাবিকা বৃন্দ । বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটকের মধ্য দিয়ে দিনটি যথাযথভাবে পালন করে। তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবক অভিভাবিকা দের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান শিক্ষক গৌতম কর্মকার বলেন এটা আমাদের বিদ্যালয়ের 76 তম বর্ষ। আমাদের এই প্রাথমিক বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীন বিদ্যালয়। এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে সম্মানের সঙ্গে বিশেষ বিশেষ পদে কর্মরত রয়েছেন যা আমাদের বিদ্যালয়কে গৌরবান্বিত করে চলেছে। আমরা এইরকম একটি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।।

Leave a Reply