ফিজিক্সে ‘যুব বিজ্ঞানী’ হিসাবে ইনসা মেডেল পেলেন সালারের নাসিম

সম্প্রীতি মোল্লা

গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে  ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি’ তরফে ফিজিক্স বিষয়ে  ‘যুব বিজ্ঞানী’ হিসাবে ইনসা মেডেল পেলেন মহম্মদ নাসিম।মেডেলের পাশাপাশি এক লক্ষ টাকা দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষে। মুর্শিদাবাদের সালার এলাকায় গুলহাটিয়া গ্রামে পৈতৃক ভিটা এই কৃতির।বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করে ফিজিক্স বিষয়ে ডক্টরেট করেন সল্টলেকের সাহা ইনস্টিটিউট থেকে। এরপর আমেরিকার কার্লিফোনিয়া বিশ্ববিদ্যালয়ে ওই বিষয়ে পোস্ট ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ করেন মহম্মদ নাসিম। আমেরিকার পাশাপাশি চিন থেকে লোভনীয় বেতন সহ সুযোগসুবিধা ছেড়ে তিনি নিজ দেশে ওড়িশায়  এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ২০২১ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির তরফে ফিজিক্স বিষয়ে  ইনসা মেডেল প্রাপক হিসাবে নির্বাচিত হয়েছেন।গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের বাইজ্যাকে  উক্ত সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মান তিনি পান।এই সম্মান প্রাপ্তিতে উজ্জীবিত মহম্মদ নাসিম বলেন -” খুব ভালো লাগছে, যারা এই সাফল্যের পেছনে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই’। 

Leave a Reply