‘ফাইভ স্টার ফিল্ম এওয়ার্ড’ হবে দুবাইয়ে

পারিজাত মোল্লা,

পিছিয়ে নেই বাংলা – ওড়িশার চলচ্চিত্রজগত।এবার বিদেশের মাটিতে তাও আবার দুবাইয়ের মত সাংস্কৃতিক রাজধানীতে বসতে চলেছে ‘ফাইভ স্টার ফিল্ম এওয়ার্ড’। মূলত রমেশ বারিক,ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রেমেন্দু বিকাশ চাকি,দেবরাজ ঘোষাল বাংলা এবং ওড়িশার সিনেমাজগত কে একসুতোর মধ্যে বাঁধতে চাইছেন। যদিও দুই রাজ্যের শিল্পীদের যৌথ উদ্যোগে ছায়াছবিতে প্রায়শই দেখা যায়। গত শুক্রবার সন্ধেবেলাত কলকাতার বাইপাস এলাকায় স্পিং ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুবাইয়ে ‘ফাইভ স্টার ফিল্ম এওয়ার্ড’ প্রদানের প্রস্তুতির কথা জানালেন উদ্যোক্তারা। এহেন আয়োজনের মনোবল বাড়াতে দেখা যায় বিভিন্ন কলাকুশলীদের কে।এসেছিলেন মদন মিত্রও।

Leave a Reply