প্রেয়সীর চিঠি

ঘরছাড়ারা সবাই এলো ঘরে ,
পাইনি তোমায় আর ফিরে ।
কিসের এতো অভিমানে থাকো শুধু দূরে ?
বৈশাখের ডাকে এসো না শুধু একবার ফিরে ।
এতো মিষ্টি ডাক তুমি কী পাওনা শুনতে ?
তুমি বুঝি থাকো অ নেক দূরে ?
আজি এই দিনে তোমায় সবাই গেছে ভুলে ।
পারিনি শুধু তোমায় ভুলিতে ।
তোমার পথ চেয়ে আজও আছি বসে দুয়ার খুলে ।

প্রজাতির মতো ডানা মেলে মেলে,
দক্ষিণা বাতাস আসে ধেয়ে,
তোমার গন্ধ মেখে মেখে ।
নাই বা হলো সে মেঘদূত ,
নাই বা হলো সে প্রবাসীর চিঠি ।
যদি কখনো সে হয় প্রেয়সীর চিঠি !
বাতাসে বাতাসে আজও তোমায় খুঁজি ।
বসন্ত যাক অভিমানে ফিরে ,
বৈশাখ আসে শুধু তোমায় ডেকে ডেকে ।
উঠুক ব‍্যাথা শুধু এই কোকিলের কন্ঠে ভরে ।
যেথায় থাক তুমি থাক চিরসুখে ।
সুবল সরদার
তাং১৩ ০৩ ২০২২

Leave a Reply