প্রেম ও পুরুষ

জয়া গুহ (তিস্তা)

প্রথমে রেখেছি তাকে
তাকে আমি রেখে যাবো শেষে
ইচ্ছের ঘোর লাগা উদগ্র বাতাসে
ভালোবেসে জীবনকে প্রতি পংক্তিতে

জীবন পথের মত
শুরু হয়, শেষ লেখা নেই
অজানা বাঁকের মুখে
দেখা মুখ …
নাম! মনে নেই

প্রেম জেতে, বদলায় মুখোমুখি- মুখের আদল
ভালোবাসা ডাকনামে সাড়া দেওয়া পরশ-পাথর

Leave a Reply