(প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম)
ভালোবেসে ভালোবাসায় বাঁচি
দীপশিখা খাঁ
তোমার মতো আমার ও ভালোবাসার জন্ম হয় না
মৃত্যুও হয় না।
আমি ভালোবেসে ভালোবাসায় বেঁচে থাকি।
আসলে সুন্দর আমাকে বড়ো আকর্ষণ করে,
আমি সবুজের পূজারী।
নীল আমার ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে যায়।
গভীর রাতে যখন তারাগুলো একে অপরের সাথে
মনের কথা বলে
তখন আমি স্পষ্ট অনুভব করি তোমার হাতের আঙুলগুলো আলতো করে বুলিয়ে নিচ্ছো
আমার অবিন্যস্ত বসনের আনাচে-কানাচে।
আমি যেন তোমার শরীরের বুনো গন্ধে ডুবে যাই।
মনে হয় হাজার হাজার বন গাছ বেড়ে উঠেছে তোমার শরীর বেয়ে।
কেন জানি না
আমার মাঝে মাঝে নীরাকে ভীষণ হিংসে হয়
নীরা নীরা নীরা….
কেন আমিও তো তোমার কবিতার পাতায়
নীরা হয়ে লোকমুখে ঘুরতে পারতাম।
আসলে যে কাছে থাকে
সে বরাবরই অবহেলার পাত্র।
কিন্তু এ অভিমান জলের আলপনা
তোমার সৃষ্টিতেই আমার সুখ।
তোমার সৃষ্টিরা আমাকে প্রতিনিয়ত
ভালোবাসতে শেখায়।
আমি সবের মাঝে দেখি সত্য-শিব-সুন্দর।