প্রাথমিক শিক্ষা বোর্ডের সার্ভার রুমে  হানা সিবিআইয়ের,

মোল্লা জসিমউদ্দিন

বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশমত  রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এক প্রতিনিধিদল।গত ২০১৭ সালের টেট পরীক্ষায় দ্বিতীয় ধাপের নিয়োগের তালিকা বাতিল ঘোষণা করেছে আদালত ।পাশাপাশি  এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । এরপর আদালতের নির্দেশ পেয়ে গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার আগেই নিজাম প্যালেসে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্য প্রাইমারি বোর্ড এর সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদ সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচী।এদিন আদালতে তরফ থেকে নির্দেশ পেয়েই সিবিআই তদন্তকারী আধিকারিকরা হানা দিলেন প্রাইমারি বোর্ড এর অফিসে।সিবিআই সূত্রে প্রকাশ ,  -‘প্রাইমারির বোর্ডের অফিসের সার্ভার রুমে একাধিক তথ্য রয়েছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত । যার কারণে এবার সার্ভার রুম থেকে সেই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করতেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন তাঁরা ‘। বুধবার  ইতিমধ্যেই সার্ভার রুম থেকে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে সিবিআই । গত ২০১৭ সালের টেট পরীক্ষায় রাজ্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২৩ লক্ষ। এঁদের  মধ্যে নম্বর বাড়িয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছিল ২৬৯ জনকে ।সোশ্যাল মিডিয়ায় প্রাইমারি নিয়োগের দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস ‘রঞ্জন’ নামে এক ব্যক্তির উল্লেখ করেছিলেন। অবশেষে সিবিআইয়ের তরফ থেকে তাঁর নামে ( চন্দন মন্ডল) এফআইআর দায়ের করা হয় । কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এর নির্দেশ ,-‘  ২৬৯ জন কে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, তাদের স্কুলের বেতন বন্ধ করে দিতে হবে’।  এরপরই বুধবার রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।সার্ভার রুমে তথ্য সংগ্রহ করেন তাঁরা বলে জানা গেছে। 

Leave a Reply