প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জোর বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের।
সাধন মন্ডল বাঁকুড়া:—শুক্রবার জেলার দক্ষিণ প্রান্তে প্রত্যন্ত এলাকার রাইপুর দক্ষিণ চক্রের একটি সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদের পাঠদানের কেন্দ্র পাটগাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় বিভাগের এ আই সঞ্জীব দাস চক্রবর্তী, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এআই মথুরা প্রসাদ অধিকারী সাথে ছিলেন রাইপুর দক্ষিণ চক্রের এসআই প্রসেনজিৎ মল্লিক। জেলা আধিকারিকদের বিদ্যালয় পরিদর্শনে খুশি গ্রামবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও অবর বিদ্যালয় পরিদর্শক এর কার্যালয়ের সমস্ত কর্মচারীবৃন্দ। খুশিতে আনন্দ আবেগ আপ্লুত হয়ে রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক বলেন আজ আমার কর্মজীবনের অষ্টম বর্ষ। এই দিনেই জেলার ২ আধিকারিকের পদার্পণ আমার কার্যালয়ে। চাকরি জীবনে এটাই আমার প্রথম ও বড় প্রাপ্তি ।যাদের কাছে কাজ শিখেছি তাদের মধ্যে অন্যতম হলেন এই দুই কান্ডারী । আমি শ্রদ্ধা জানাই উনাদের। বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল বলেন আমাদের বিদ্যালয় এই ধরনের পরিদর্শন এর আগে হয়নি খুব ভালো লাগলো। উনাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম উনাদের পরামর্শ মত বিদ্যালয়টিকে আরো সুন্দর করার চেষ্টা করব। জীবনে এই প্রথম শিক্ষকতা জীবনে এই প্রথম কোন জেলা আধিকারিক কাছ থেকে হাতে কলমে শিক্ষা পেলাম বিদ্যালয় কে উন্নত করার লক্ষ্যে।