প্রাথমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা
সেখ সামসুদ্দিন,
ভারত সরকারের হস্তশিল্প মন্ত্রকের সহযোগিতায় মেমারি কলানবগ্রাম চক্রের পারিজাত নগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক দপ্তরের ডিআই, এআই ও কলানবগ্রাম চক্র অফিসার, ভারত সরকারের হস্তশিল্প মন্ত্রকের পূর্ব বর্ধমান জেলার দুই অফিসার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রধান শিক্ষক বিকাশ ভট্টাচার্য্য। পরে ছাত্রী ও শিক্ষিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের হস্তশিল্প কর্মশালার এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। প্রধান শিক্ষক ও হস্তশিল্প দপ্তরের আধিকারিক জানান এই ধরনের কর্মশালা সাধারণত উচ্চ বিদ্যালয় বা কলেজ, বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে হস্তশিল্প মন্ত্রকের দপ্তরে আবেদন জানানো হলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের সচেতনতায় ও ভবিষ্যতের দিশা দেখাতে এবং পুতুল, খেলনা ইত্যাদি তৈরির প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানসিক বিকাশের প্রচেষ্টা মাত্র। ফলে পড়াশোনা, খেলাধুলার বাইরে এই প্রশিক্ষণ শিবির ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উৎসাহিত করে।
