সাধন মন্ডল,

সারা ভারতবর্ষে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই স্বচ্ছতা এবং দক্ষতার সাথে টেট পরীক্ষা হয়েছে যা সারা দেশে রেকর্ড গুজরাটে ও উত্তরপ্রদেশে বিজেপি সরকার বারবার চেষ্টা করেও টেট পরীক্ষা নিতে পারেনি। উত্তর প্রদেশের সরকার টেট কিভাবে নেবে সেটাই এখনও বুঝে উঠতে পারিনি বলে অভিযোগ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের রাজ্য অভিযোজন প্রশিক্ষণ শিবিরে এসে তিনি এই কথা বলেন ।পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের জন্য যা যা করেছেন তার উন্নয়নের ফর্দ দিতে গেলে রবীন্দ্রভবনের এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত লিখলে কুলবেনা এবারের টেট পরীক্ষা স্বচ্ছতা এবং দক্ষতার মধ্যে সম্পন্ন হয়েছে যার ফল প্রকাশ হয়েছে। আজকেরএই প্রশিক্ষণ শিবির প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু সাথে ছিলেন খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর গৌতম পাল, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসুমিত্রা সিংহ পান্ডে, বিধায়ক অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার, বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিধানসভার বিধায়কগণ ।সারা রাজ্যের বেশ কয়েকটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতিগন এছাড়া বিভিন্ন প্রান্তের ৭২৭টি চক্রের ৭২৭ জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ নিতে হাজির হয়েছেন। শিবির চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

Leave a Reply